ছবির প্রচারণায় ওমর সানিদের শোভাযাত্রা ও পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫৪ PM

গত কয়েকদিন ধরেই দেশের আকাশ উত্তপ্ত। তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা। রাস্তায় দাঁড়িয়ে শ্বাস নেওয়া দায়! ঢাকার তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি, তখন পানির বোতল হাতে তৃষ্ণার্ত মানুষের কাছে এগিয়ে এলেন চিত্রনায়ক ওমর সানী। 

মূলত ভৌতিক ছবি ‘ডেডবডি’র জন্যই রাস্তায় নামা এই চিত্রনায়কের। প্রচারের জন্য বেছে নিলেন এমন হিতকর কাজ। 

ভৌতিক ঘটনার অবলম্বনে প্রযোজক-পরিচালক এমডি ইকবাল নির্মাণ করেছেন সিনেমা ‘ডেডবডি’। রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা ছিল দেশের সিনেপ্লেক্সগুলোতে। তবে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। আগামী ৩ মে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

মুক্তি সামনে রেখে সোমবার (২৯ এপ্রিল) মোটরসাইকেল পদযাত্রা ও সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে সিনেমাটির কলাকুশলীরা। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে ছবির শিল্পীরা যাত্রা করেন। এফডিসি থেকে পদযাত্রা বেরিয়ে ঢাকা বিশ্বিবদ্যালয়, নিউমার্কেট, ধানমন্ডি, শ্যামেলী সিনেমা হল হয়ে এ পদযাত্রা শেষ হয় মিরপুর সনি স্কয়ারে। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক ইকবাল, অভিনেতা ওমর সানী, সংগীত পরিচালক এফ এ প্রীতম প্রমুখ।

পরিচালক এমডি ইকবাল বলেন, ‘ডেডবডিআগামী ৩ মে সারা দেশে মুক্তি পাবে। সিনেমাটির প্রচারের অংশ হিসেবে এই মোটরসাইকেল শোডাউন। এছাড়া প্রচণ্ড তাপদাহে শ্রমজীবী মানুষ অতিষ্ঠ। তাদের একটু স্বস্তি দিতে ঠান্ডা পানি বিতরণ করেছি।’

সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।