গাড়ি সারাতে গিয়ে হেনস্তার শিকার অভিনেত্রী
-1230825.jpg?v=1.1)
ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী গাড়ি মেরামতের জন্য শোরুমে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রীর অভিযোগ, শোরুমের কর্মীরা তার সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং হুমকির সুরে কথা বলেছেন। এমনকি তার গাড়ি আটকে রাখার চেষ্টাও করা হয়।
এ নিয়ে সামাজিক মাধ্যমে ঊষসী লেখেন, ‘শেষ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নম্বর জোগাড় করে তাদের সহায়তায় গাড়ি বের করতে পারি।’ হুমকি প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, “আমার গাড়ির চালককে বলা হয় ‘গাড়ি বের করতে দেওয়া হবে না’।”
তবে এই ব্যবহার আশা করেননি ঊষসী। তাই বাকিদের সাবধান করতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
ঊষসী বর্তমানে ছোটপর্দায় নিয়মিত কাজ না করলেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় ধারাবাহিক শ্রীময়ী–তে ‘জুন আন্টি’ চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে পরিচিত।