ফের আলোচনায় তাহসানপত্নী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ০২:৩৭ PM

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রোজা আহমেদের সঙ্গে। বিয়ের পর থেকেই আলোচনায় থাকা এ দম্পতি সুযোগ পেলেই দেশের বাইরে ঘুরতে যান। তাদের হানিমুন পর্ব যেন শেষই হচ্ছে না।

বিনোদন জগতের এই গ্ল্যামারাস তারকা এবার নতুন করে আলোচনায় এসেছেন এক স্টাইলিশ লুকে। আলোচিত এ সুন্দরী পেশায় একজন মেকআপ আর্টিস্ট, যার বেশিরভাগ সময় কাটে সামাজিক মাধ্যমে কাজের ব্যস্ততায়। পাশাপাশি, তিনি নিজের ব্যক্তিগত মুহূর্তগুলিও শেয়ার করে থাকেন অনুসারীদের সঙ্গে।

এবার তার নানান স্টাইলিশ মুহূর্ত ও ভ্রমণের স্মৃতি ভক্ত-অনুরাগীদের ছড়িয়ে দিলেন রোজা। আজ রোববার (১০ আগস্ট) ফেসবুকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। সেই ছবি ভক্ত-অনুরাগীদের মন কেড়েছে। রোজা আহমেদের সেই ছবি দেখে ‘বার্বি ডল’ তকমাও উপাধি দিলেন ভক্তরা। 

এ তারকা দম্পতিকে প্রায়ই দেখা যায় দেশের বাইরে একসঙ্গে সময় কাটাতে। ভ্রমণে গিয়ে বিশেষ মুহূর্তে তারা একসঙ্গে ধরা দেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। তবে এবার রোজার পোস্ট করা ছবিতে শুধু তাকেই দেখা গেল। এ ছবির মাঝ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

রোজাকে ন্যাচারাল লুকে দেখা গেলেও তার স্টাইল নজর কাড়ে ভক্তদের। হালকা গোলাপি রঙের গাউন পরেছেন এ রূপটানশিল্পী। সঙ্গে দিয়েছেন পোজ। কোনো এক সাগরপাড়ে নিজেকে সময় দিচ্ছেন এ গ্ল্যামার গার্ল। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— পিংক পারফেকশন বাই দ্যা মারিনা।

ছবির মন্তব্যের ঘরে শুধু তার রূপের প্রশংসার বন্যা বয়ে গেছে। গোলাপি গাউনে থাকা রোজাকে ‘বার্বি ডল’-এর সঙ্গেও তুলনা করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন— যেন সাক্ষাৎ 'বার্বি ডল’। আরেক নেটিজেন লিখেছেন—একদম সিন্ড্রেলার মতো লাগছে। এদিকে নেটিজেনদের কেউ কেউ আবার মজা করে তাহসানকেও খুঁজেছেন।