‘থ্রি ইডিয়টস’ নায়কের সঙ্গে তিশা

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ০৯:৩০ AM

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কলকাতার প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমা ‘ভালোবাসার মরসুম’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় এই অভনেত্রীর। এই ছবিতে তার সঙ্গে অভিনয়ের কথা ছিল বলিউড তারকা শারমান যোশি ও অভিনেতা খায়রুল বাসারের।

তবে শুটিং শুরুর একেবারে আগমুহূর্তে হঠাৎ করেই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন খায়রুল বাসার। তার এই সিদ্ধান্তে নির্মাতা দল বেশ বিস্মিত হয়েছেন।

শুক্রবার এক ফেসবুক পোস্টে খায়রুল বাসার লেখেন, ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো। খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।’

কিন্তু তার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন সিনেমার পরিচালক এমএন রাজ। তিনি গণমাধ্যমকে জানান, ‘বাসার এই ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ পরিশোধও করা হয়েছে। তিনি কীভাবে বলছেন যে এখনো যুক্ত হননি, সেটা আমার বোধগম্য নয়।’

পরিচালকের ভাষ্য অনুযায়ী, মাত্র এক দিন আগেই বাসার ছবিতে অভিনয়ের বিষয়ে ই-মেইলে সম্মতি জানান। কিন্তু পরদিন দুপুরে হঠাৎ একটি মেসেজ পাঠিয়ে জানান, তিনি সিনেমাটিতে থাকতে পারছেন না।

এ বিষয়ে পরিচালক বলেন, ‘আজ দুপুরে তিনি জানালেন ছবিটা করতে পারবেন না। এরপর থেকেই তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। এখনো জানি না কী হতে যাচ্ছে।’

‘ভালোবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা ও শারমান যোশির পাশাপাশি রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে, দার্জিলিংয়ে টানা ২৩ দিন ধরে চলবে দৃশ্যধারণ। এরপর অক্টোবরে হবে মুর্শিদাবাদে দ্বিতীয় ধাপের শুটিং। সব ঠিক থাকলে আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ছবিটি।