অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ দিলেন তিশা

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, যিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। বিভিন্ন বিষয়ে নিজের অনুভূতি ও মতামত শেয়ার করে থাকেন তিনি। এবার সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টের শিরোনামে তিনি লেখেন, “অসভ্যদের জন্য সুবর্ণ সুযোগ!”
এরপর তিনি লেখেন, “যে অসভ্যরা আমার আদরের ভাগ্নে ভাগ্নিকে নিয়ে তোলা ছবি; আমার লুকিয়ে রাখা সন্তান হিসবে ভুঁইফোড় অনলাইন পোর্টালে নিউজ করে ২০ ডলার উপার্জনের জন্য!”
অভিনেত্রী লেখেন, সেই সব অসভ্যদের বলছি, এখন পর্যন্ত আমার লুকিয়ে রাখা যত বাচ্চাকাচ্চা আছে তাদের আমার কাছে পৌঁছে দিলে ২০,০০০ ডলার ভিক্ষা দিবো। যদি বাচ্চাকাচ্চা গুলোকে আমার কাছে পৌঁছাতে না পারিস তো?
এরপর তিনি লেখেন, “নিজ গালে
নিজ উদ্যোগে
জুতা মার তালে তালে।”
পোস্টে নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর সঙ্গে সহমর্মিতা পোষণ করেছেন। সাজিয়া ইসলাম নামে একজন লিখেছেন, ‘সঠিক বলেছেন আপনি। কথাগুলো অনেক কষ্ট পেয়ে বলেছেন। অনলাইন জগত টা অনেক খারাপ মানুষ মানুষকে ছোট করতে এক বিন্দু ছাড় দেয় না।’
সালমা শাহিন নামে আরেকজন লিখেছেন, ‘আমি তানজিন তিশার পরিবারকে চিনি এটা তার বোনের ছেলে। সেলিব্রেটি বলে কি সে তার বোনের ছেলেদের কে আদর করবে না। এ ধরনের অপপ্রচার ও নোংরামি থেকে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।’