পপিকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য ওমর সানির

এক সময় ঢালিউডে তুমুল জনপ্রিয়তা পাওয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরে সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন। হঠাৎ করে আড়ালে চলে যাওয়া এই অভিনেত্রী সম্প্রতি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে আবারও প্রকাশ্যে আসেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেখানে তিনি বলেন, চলচ্চিত্রে কাজ করার কারণে তাকে বহু অপবাদ সহ্য করতে হয়েছে। সে কারণে তিনি এখন সিনেমাকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই জীবন কাটাতে চান।
পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে।
অভিনেতা ওমর সানী
অভিনেত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ওমর সানী। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, পপি যদি এ মন্তব্য করে থাকে, তাহলে আমি তাকে স্টুপিড বলব।
ওমর সানী বলেন, আমি ওর দুলাভাই, আমার ওকে শাসন করার অধিকার আছে। সে এভাবে যদি বলে থাকে, তাহলে আমি বলব— সে অবশ্যই নিজেকে ছোট করেছে।
'কুলি'খ্যাত এ অভিনেতা বলেন, পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে।
ওমর সানী আরও বলেন, আর হ্যাঁ, সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে।
উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি পপিকে। এ সিনেমাটি সেই সময়ে ৭ কোটি টাকা ব্যবসা করে মাইলফলক অর্জন করে।