ব্যাট-বল হাতে ফের মাঠে নামছেন শোবিজ তারকারা

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০১ মে ২০২৫, ১১:২১ AM

সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল। তবে দুই বছরের বিরতির পর নতুন রূপে আবার মাঠে ফিরছে এই তারকাবহুল আসর। এবার পরিবর্তন এসেছে নাম ও ফরম্যাটে।নতুন নাম ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)।

আগামী ৫ মে থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে চারটি দল। আগেরবার ইনডোর ভেন্যুতে ৬ ওভারের ম্যাচ হলেও এবার খেলা হবে খোলা মাঠে, পূর্ণাঙ্গ টি-২০ ফরম্যাটে। সব ম্যাচই হবে ফ্লাডলাইটের আলোয়।

ফাইনালসহ মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে, আর পুরো টুর্নামেন্টটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের নাম গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স ও স্পারটান্স।

আসরটিতে অংশ নেবেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন তারকারা। প্রতিদিন সন্ধ্যার পর মাঠে গিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।

সিসিটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘এটা শুধু খেলা নয়, এটা গেট টুগেদারের মতন। আগেরবার ইনডোরে খেলা হয়েছে, এবার হবে আউটডোরে, আন্তর্জাতিক নিয়মে। দুটোর মাঝে অনেক পার্থক্য থাকবে। ক্রিকেট খেলা আমাদের ভালোবাসার এক নাম। আমরা যারা শোবিজে আছি, তাঁরা কিন্তু সময় করে খেলতে পারি না। এই টুর্নামেন্টে তাই দারুণ এক অভিজ্ঞতা হবে সবার। আশা করছি সুন্দর একটি আয়োজন হবে।’

টুর্নামেন্ট সামনে রেখে আজ অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের খেলোয়াড়দের নাম।