এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লহা
-1120916.jpg?v=1.1)
বাংলাদেশের অন্যতম অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। টেস্ট এবং টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন আগেই। বাকি ছিলো ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো, সেটিকেও বিদায় বলে দিলেন তিনি।
আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন এই অলরাউন্ডার। যেখানে তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
পোস্টে মাহমুদুল্লাহ আরও লেখেন, "আমার সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন।"
এই অলরাউন্ডার লেখেন, "অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের ধন্যবাদ, যারা ভালো কিংবা মন্দ সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আমি জানি, আমার ছেলে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে।"
সবশেষ বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে রিয়াদ লেখেন, "সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। কিন্তু আপনাকে পজিটিভলি সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ।"
এর আগে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহীম।