সংসদ সদস্যের সঙ্গে ক্রিকেটার রিঙ্কুর বিয়ের গুঞ্জন; যা জানা গেলো
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসরে দারুণ পারফরম্যান্স করে ভারতের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রিঙ্কু সিং। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন কেকেআরের হয়ে খেলা এই মারকুটে ব্যাটার। এবার বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন তিনি। ভারতের উত্তরপ্রদেশের সংসদ সদস্য প্রিয়া সরোজকে বিয়ের প্রস্তাব দিয়েছে রিঙ্কুর পরিবার।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেশটির সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে তার বাগদানের গুঞ্জন ওঠে। তবে এই বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন প্রিয়া সরোজের বাবা। তবে দুই পরিবারের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে সরোজের বাবা জানিয়েছেন, রিঙ্কু সিংয়ের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে এবং এ নিয়ে বড় জামাতার সঙ্গে আলাপ করেছি।
মূলত, কয়েক দিন আগে রিঙ্কু তার ইনস্টাগ্রাম স্টোরিতে তার বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। যা দেখে গুঞ্জন শুরু হয়েছে যে, ছবিটি বাগদানের সময় তোলা হয়েছিল। তবে রিংকু বা তার বোন এই বিষয়ে কিছু জানাননি।
এদিকে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে যে, রিঙ্কু ও প্রিয়া সরোজের মধ্যে বাগদান সম্পন্ন হয়েছে। তাই এই বাঁহাতি ব্যাটারের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়কে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
প্রিয়া সরোজ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনি ভারতের কনিষ্ঠতম এমপিদের মধ্যে একজন। বয়সে তার ২৫ বছর, অন্যদিকে রিংকু সিংয়ের বয়স ২৭ বছর। প্রিয়া আইন নিয়ে পড়াশোনা শেষ করেছেন এবং পেশায় একজন আইনজীবী।
রিঙ্কু সিং ভারতের হয়ে ৩০টি টি-টোয়েন্টি এবং ২টি ওয়ানডে ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতের দলে রয়েছেন এবং সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট ও বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের হয়ে খেলেছেন।