এশিয়ার শ্রেষ্ঠত্বের মুখুট নিয়ে দেশে ফিরেছেন যুবারা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশের যুবারা। এর মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের তরুণ টাইগাররা। ফাইনালে বাংলাদেশের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত করেছিল ১৩৯ রানে। ফলে ৫৯ রানের জয়ে এশিয়ার সেরা আজিজুল হাকিম তামিমরা।
আর এশিয়া কাপ জয়ের পর আজ সোমবার রাতেই দেশে ফিরেছেন কোচিং স্টাফসহ ক্রিকেটাররা। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটাই অবতরণ করে যুব এশিয়া কাপ দলের বহণকারী বিমান। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির কয়েকজন পরিচালকরা। এদিকে বিসিবির থেকে সংবর্ধনা ডিনারের ব্যবস্থা থাকবে ক্রিকেটার কোচদের জন্য।
পরে সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলেই জানা যাবে পুরস্কার হিসেবে কত টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। এর আগে গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও একবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হওয়ার মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছিল। গেল বছর অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবার করে দেখালেন আজিজুল হক তামিমের দল।
তবে এবারে আনন্দের উপলক্ষটিও কিছুটা বেশি। কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ভারতকেই।