চেন্নাই টেস্টে রানের পাহাড় সামনে নিয়ে ব্যাট করছে বাংলাদেশ
চেন্নাই টেস্টে রানের পাহাড় গড়ে সাগতিক ভারত। টেস্টে চতুর্থ দিনে ৩৫৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। হাতে ৬ উইকেট। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এই দুই ব্যাটারে চেন্নাই টেস্টে প্রতিরোধ গড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
তৃতীয় দিনে ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ১৫৮ রানে ৪ উইকেট নিয়ে শেষ করে দিনের খেলা। যেখানে শান্ত অপরাজিত আছেন ৫১ রানে। সাকিব ব্যাট করছেন ৫ রানে।
এর আগে, ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করেছিল ভারত। শুভমান গিল এবং রিশাভ পান্তের জোড়া সেঞ্চুরিতে তারা বাংলাদেশের জন্য রানের পাহাড় তৈরি করে। ১১৯ রানে অপরাজিত থাকেন গিল, ১০৯ রান আসে ২১ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরা পান্ত। তাদের ব্যাটিং বীরত্বে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা।
১০৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। তবে চেন্নাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করে ১২৯ রান খরচ করলেও কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।
রেকর্ড ৫১৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাকির হাসান ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। তবে ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন দুই ওপেনার। ৩৩ রানে জাকিরের উইকেট শিকার করেন জশপ্রীত বুমরাহ। ৩৫ রানে সাদমানকে সাজঘরের পথ চেনান অশ্বিন।
তিনে নেমে ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে অভিজ্ঞ মুশফিক-মুমিনুলরা তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। বাংলাদেশের চার উইকেটের তিনটিই ঝুলিতে পুরেছেন অশ্বিন।