টস জিতে ফরচুন বরিশাল ফিল্ডিং নিল

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেক্স অনলাইন ডেক্স
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৫ PM

কঠিন সমীকরণের ম্যাচ। লড়াইটা বাঁচা মরার। টিকে থাকতে হলে জিততেই হবে। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ফরচুন বরিশাল।

দিনের প্রথম ম্যাচে তামিম-মুশফিকের ফরচুন বরিশাল খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে। কুমিল্লার জন্য ম্যাচটি দল নিয়ে পরীক্ষা করার। কারণ হারলেও দুই নম্বরেই থাকবে তারা। 

জিতলে রংপুরকে টপকে উঠে যেতে পারে শীর্ষে। এই ম্যাচে নজর থাকবে খুলনারও। কারণ বরিশাল ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের প্লে-অফ। তখন খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার রাতের ম্যাচটি হবে শুধুই আনুষ্ঠানিকতার।

বরিশাল ১২ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১০ পয়েন্ট নিয়ে পাঁচে খুলনা। বরিশাল ম্যাচ জিতলে ১৪ পয়েন্ট হওয়ায় খুলনার আর কোনো সুযোগ থাকবে না। তবে ম্যাচ হারলেও শেষ পর্যন্ত বরিশালই যেতে পারে প্লে-অফে। কুমিল্লার কাছে বরিশাল যদি বড় ব্যবধানে হারে এবং খুলনা নিজেদের ম্যাচে বড় জয় পায় তবেই প্লে-অফে ওঠার সুযোগ হবে খুলনার। খুলনার নেট রানরেট -.৪০। বরিশালের নেট রানরেট ০.৪৩।