নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন করছেন বাংলাদেশের ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:১২ PM

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবময় দিন মহান বিজয় দিবসের কথা ভুলে যান নি তিনি জাতীয় দলের ক্রিকেটাররা। তাই প্রবাসে বসেই বিজয় দিবস উদযাপন করেছেন শান্ত-মুশফিকরা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এদিকে সিরিজ খেলতে দেশের বাইরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বিজয় দিবসের উদযাপন থেমে নেই শান্ত-সৌম্যদের। কিউইদের ডেরায় বসেই বিজয় উদযাপন করেছেন ক্রিকেটাররা।

বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন সেখানে। বিদেশি কোচরা অবশ্য অংশ নেননি এই ফটোশুটে।

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে রোববার (১৭ ডিসেম্বর)। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ২০ এবং ২৩ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।

সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০৮ রানে থেমেছে কিউইরা। আসল লড়াই শুরুর আগে এই জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশ দলকে।