লজ্জার হোয়াইটওয়াশ বাংলাদেশ
-1150920.jpg?v=1.1)
নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতেই ভয়াবহ বিপর্যয়ে পড়ল বাংলাদেশ দল। আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচেই পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শেষ ওয়ানডেতে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হলো মেহেদী হাসান মিরাজের দল।
আবুধাবিতে আফগানদের দেওয়া ২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতায় ভুগে টাইগাররা। ওপেনার নাঈম শেখ করেন ২৪ বলে মাত্র ৭ রান। নাজমুল হোসেন শান্তকে নিয়ে চেষ্টা করলেও দলীয় ৪৭ রানে ৩ রানে আউট হন শান্ত।
সাইফ হাসান কিছুটা লড়াই করলেও ৪৩ রানে ফিরে যান তিনি। এরপর তাওহীদ হৃদয় (৭), মেহেদী হাসান মিরাজ (৬), শামীম পাটোয়ারী (০) এবং নুরুল হাসান সোহান (২) দ্রুত ফিরে গেলে দল বিপর্যয়ে পড়ে। ৮১ রানের মধ্যেই পড়ে যায় ৮ উইকেট। রিশাদ হোসেন ৪ এবং হাসান মাহমুদ ৯ রান করে আউট হলে ২৭ ওভার ১ বলেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বিলাল সামি— তিনি নিয়েছেন ৫ উইকেট। রশিদ খান শিকার করেন ৩ উইকেট।
এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৯৩ রান তোলে আফগানরা। দলের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৯৫ রান করেন, রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪২ রান। শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ৩৭ বলে ৬২ রানে বড় পুঁজি পায় দলটি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইফ হাসান।