আমরা ম্যাচ জেতার জন্যই খেলব

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ PM

এশিয়া কাপে নামার আগে ‘স্মার্ট ক্রিকেট’ খেলার লক্ষ্য জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরও আত্মবিশ্বাসী জাকের আলি অনিক চ্যাম্পিয়ন হওয়ার আশা ছাড়ছেন না। দেশ ছাড়ার আগেও তিনি একই প্রত্যাশার কথা জানিয়েছিলেন। লঙ্কানদের কাছে ৬ উইকেটে পরাজিত হলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী রয়েছেন জাকের।

সংবাদ সম্মেলনে তরুণ এই ব্যাটার বলেছেন, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্যই খেলব। এই ম্যাচও জেতার মেন্টালিটি নিয়ে আসছি। পরের ম্যাচেও আসব। এ ছাড়া আর উপায় নাই। আমরা তো টুর্নামেন্টে ম্যাচ খেলার জন্য আসিনি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। এক ম্যাচ হারলেই ড্রপ করা যাবে না। পরের ম্যাচও জেতার জন্য যাব।’  

ব্যাটিংয়ের সময় বাতাসের বেশ প্রভাব ছিল বলে দাবি জাকেরের, ‘এটা মাথায় রাখতে হয়। দুই পাশে মারা যায় না। এক পাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয়। আরেক পাশে মারা যায় যে সাইডে বাতাস। আসলে এক কথা বারবার হয়ে যাচ্ছে। টপ অর্ডারের কথা। ওদের বেশি ব্লেইম দেওয়া হয়ে যাচ্ছে। ভালো শুরু হলে এগুলা রিস্কি মনে হতো না। যেহেতু হাতে এত উইকেট ছিল না, একটা টোটালের জন্য এত রিস্ক নেওয়া যাবে না।’

আবুধাবির স্পোর্টিং উইকেটেও বড় স্কোর তুলতে না পারার হতাশা বারবার পেয়ে বসছিল জাকেরকে, ‘শুরু থেকেই উইকেট ভালো ছিল। তবে আমরা ভালো শুরু পাইনি। দল হিসেবে পাওয়ারপ্লেতে এত উইকেট হারানো যাবে না। সেখানেই ম্যাচটা ফসকে গেছে। পাওয়ারপ্লেতে ভালো করার উপায় খুঁজতে হবে আমাদের।’  

ব্যাটিংয়ে বিপর্যয়ের পর যে মানসিকতা নিয়ে এগোলেন, তা জানিয়ে জাকের বলেন, ‘আমরা গুড স্টেট অব মাইন্ডেই ছিলাম। ভালো না করলে অনেক কিছুই মনে হবে। পাওয়ারপ্লেতে এত বেশি উইকেট হারালে আসলে বড় স্কোর করা খুব কঠিন হয়ে যায়। আমি এবং (শামীম) পাটোয়ারী চেষ্টা করেছি যত বেশি রান করা যায়। হাতে উইকেট থাকলে হয়তো আরও বেশি ঝুঁকি নেওয়া যেত।’