কম পরিচিত অভিনেত্রীর ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি!

মাঠে দুর্দান্ত ফর্মে থাকলেও একটি ছোট সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বিরাট কোহলি। ভারতের এক কম পরিচিত অভিনেত্রীর ছবিতে লাইক দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় সমালোচনা। পরিস্থিতি আরও বিতর্কিত হয় যখন ওই অভিনেত্রীর এক ফ্যান পেজের পোস্টে কোহলির প্রতিক্রিয়াও দেখা যায়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে কোহলি ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
গত বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ভারতীয় এই তারকার। ইনস্টাগ্রামের সেই ছবিতে যেখানে দেখা যায়, তিনি ভারতীয় টিভি অভিনেত্রী অভনীত কৌরের ভক্তদের পরিচালিত পেজের পোস্টে লাইক দিয়েছেন। আরেক অখ্যাত অভিনেত্রীর ছবিতে তার লাইক মানতে পারছেন না নেটিজেন ও ক্রিকেটভক্তদের অনেকেই। আবার কোহলির পক্ষেও দাঁড়িয়ে গেছেন একটি অংশ। সবমিলিয়ে সেই বিতর্কে আরও জ্বালানি দিয়েছে কোহলির ব্যাখ্যা।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বার্তায় ভারতীয় এই তারকা লিখেছেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই যে, আমি (ইনস্টাগ্রাম) স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো প্রতিক্রিয়া পড়ে গেছে বলে মনে হচ্ছে। এমন কাজের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনো অনুমান করতে শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’
সামাজিক মাধ্যম থেকে গত কয়েক মাস নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন কোহলি। বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মার জন্মদিন উপলক্ষ্যে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার তিনি ভালোবাসামাখা একটি পোস্ট করেন। সেই পোস্টটি নেটিজেনদের কাছে প্রশংসা পেয়েছিল। আনুশকার প্রতি বিরাটের ভালোবাসা প্রকাশের ধরন দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। কিন্তু তার কিছু সময় পরিই আরেক অভিনেত্রীকে কেন্দ্র করে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হলো।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ফর্মের ধারাবাহিকতা নিয়ে ভুগলেও চলতি আইপিএলে ছন্দময় কোহলিরই দেখা মিলেছে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬৩.২৮ গড় এবং ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা। রয়েছেন আসরের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে। কোহলির মতোই দলীয় পারফরম্যান্সও আশাব্যঞ্জক বেঙ্গালুরুর। ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের তিনে অবস্থান করছে। প্রথম সারিতে রয়েছে প্লে-অফে ওঠার দৌড়ে।