শিশু আছিয়ার দাফন সম্পন্ন, অভিযুক্তের বাড়িতে আগুন
-1130950.jpg?v=1.1)
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকারে মারা যাওয়া শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এশার নামাজের পর জানাজা শেষে শিশুটির পৈতৃক নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে দাফন করা হয়।
এর আগে, শিশু আছিয়ার মরদেহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে হেলিকপ্টারযোগে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। মরদেহ মাগুরা পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামে নেওয়া হয়।
এদিকে শিশুটির দাফন সম্পন্নের পর ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, 'আসামিদের রিমান্ড চলছে। আসামিরা শিশুটির বড় বোনের শ্বশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন এখন পুলিশ হেফাজতে।'