প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নাটোর জেলার বাগাতিপাড়ার।
গতকাল বুধবার (০৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এ ঘটনার পর স্কুলছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, অপহৃত ছাত্রী জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্ত্যক্ত করছিল।
বুধবার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। স্কুল গেটের সামনে পৌঁছলে আগে থেকে অবস্থান নেওয়া আজিজুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) আশিস সান্যালকে দায়িত্ব দেওয়া হয়েছে।