রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত
ফেনী শহরে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আবদুল বাসেত রিংকু (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে ও ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রিংকু শুক্রবার সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়ক এলাকায় অসতর্কভাবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, শুক্রবার সন্ধ্যায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে রিংকু নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।