ঘুড়ি ওড়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছা্ত্রের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রপাতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গতকাল রবিবার (১৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় মাছুম বিল্লাহ (১২) নামের ওই ছাত্র।
মাছুম সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে এবং বল্লী মোহাম্মদ মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে বাড়ির একটি মাঠে ঘুড়ি উড়াচ্ছিল মাছুম বিল্লাহ। বিকাল সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাতে নিহত হয় মাছুম।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল সারাদেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।