পানগাঁও বন্দর আরও লাভজনক প্রতিষ্ঠান হবে: সালমান এফ রহমান
নদী পথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।
সালমান এফ রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে। বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে আসলেই শ্রমিকরা আরও বেশি পরিমাণে কাজ পাবেন। তখনই তাদের সমস্যা সমাধান হবে। বেশি পরিমাণে কার্গো যাতে আসে তার জন্য কাজ করছে সরকার।
শনিবার দুপুরে বন্দরটির বর্তমান পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
বন্দরটির কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, কমিশনার কথা দিয়েছেন বর্তমানে চলমান যেসব সমস্যা আছে তার সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন। বন্দরটির যেসব সমস্যা ছিল তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি। আশা করি দ্রুতই এর সমাধান আমরা করব৷