ঘন কুয়াশায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটারের দীর্ঘ যানজট
গত কয়েকদিন ধরে সারাদেশে বিরাজ করছে ঘন কুয়াশা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশা এবং অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।
এদিকে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে মালবাহী ট্রাক চালকরা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন তারা।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে উত্তরবঙ্গগামী অতিরিক্ত যানবাহনের চাপ এবং ঘন কুয়াশার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।
উল্লেখ্য, ঘন কুয়াশার কারণে শাহজাহালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ভারতে অবতরণ করার ঘটনাও ঘটেছে। এছাড়া সড়ক ও নৌ দুর্ঘটনাও ঘটেছে।