কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
যশোরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম। শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ থেকে নির্বাচনী কর্মকর্তাদের হাতে সরঞ্জাম তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
রোববার ভোর ৪টায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। একইভাবে অন্যান্য যশোরের উপজেলা থেকেও কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম।
জেলায় ৮২৫টি ভোটকেন্দ্রে ৫ হাজার ২১৭টি বুথে ২৩ লাখ ৩৯ হাজার ৫৫ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৭৬ হাজার ১০৫ জন, নারী ভোটার ১১ লাখ ৬২ হাজার ৯৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।
জেলার ৬টি আসনে নির্বাচনকালীন নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইন-শৃঙ্খলা বাহিনীর ১৬ হাজার সদস্য।