এবার সিলেটে চলন্ত ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনের মধ্যরাতে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিলেটগামী একটি ট্রাক লালাবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ানের ক্যাম্পের পাশে পৌঁছামাত্র আগুন ধরিয়ে দেয় দুর্বত্তরা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অনেককে সড়কের দিক পরিবর্তন করে দ্রুত লালাবাজার এলাকা ত্যাগ করেন।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যারা আগুন দিয়েছে তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে গতকাল রাজধানীর ডেমরায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ডেমরার আমুলিয়ায় এলাকায় রমজান পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডেমরা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
এর আগে রাজধানীর গোপীবাগে ট্রেনের চারটি বগিতে আগুন লাগে। এ ঘটনায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়। এতে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে নাশকতা আছে কি না খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।