মধ্যরাত থেকে বইতে পারে মৃদ শৈত্যপ্রবাহ
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে কোথাও কোথাও বইতে পারে মৃদ শৈত্যপ্রবাহ।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এই পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দেশে পশ্চিম ও উত্তরপশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মৃদ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এই সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
আগামীকাল বৃহস্পতিবারও দিনের তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময় রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।