কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ১
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ‘মাকসুদা-২’ নামে সার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সদরঘাট এলাকার কর্ণফুলী ড্রাইডকের কাছে নদীর মাঝখানে এটি ডুবে যায়।
বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সার বোঝাই লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সদরঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কান্তি নাথ বলেন, 'গতকাল রাত ৯টা ৪০ মিনিটে সদরঘাটের কর্ণফুলী ঘাটের বিপরীতে নদীর দক্ষিণ তীরে প্রায় ৭০০ টন সার বহনকারী এমভি মাকসুদা-২ জাহাজটি ডুবে যায়।'
তিনি জানান, জাহাজের ১২ ক্রু সাঁতরে নৌকা ও তীরের কাছাকাছি পৌঁছতে পারলেও জাহাজে থাকা আমদানি পণ্যের এক ব্যক্তিগত প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি।
বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে আমদানি করা সার নিয়ে লাইটার জাহাজটি বন্দর চ্যানেল দিয়ে এসে কোস্টগার্ডের কার্যালয়ের কাছে নোঙরের সময় ডুবে যায়।
তিনি বলেন, জাহাজটি মাঝনদীতে ডুবেছে। এ কারণে কর্ণফুলী নদীতে অন্যজাহাজের চলাচলে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দরের সহযোগিতায় বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘কাণ্ডারী-৯’ এর মাধ্যমে দুর্ঘটনাস্থলে বয়া বসানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে জাহাজটি ডুবতে থাকে। পৌনে দশটার দিকে পুরোপুরি তলিয়ে যায়। এসময় জাহাজে থাকা লোকজন নদীতে লাফ দিলে আশেপাশে থাকা নৌকার সাহায্যে তারা উদ্ধার হয়।