ভৈরবে ডুবল টুরিস্ট জাহাজ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:৪১ AM

খুলনার ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর অবস্থায় সুন্দরবনগামী টুরিস্ট জাহাজ এমভি জিলান ডুবে গেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে ভারসাম্য হারিয়ে নদীতে তলিয়ে যায় জাহাজটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজটি মেরামতের কাজের জন্য কাস্টম ঘাটসংলগ্ন একটি ডকইয়ার্ডে নোঙর করা ছিল। রোববার রাত থেকে ধীরে ধীরে জাহাজটি কাত হতে শুরু করে এবং সোমবার সকালে জোয়ারের সময় সম্পূর্ণভাবে ডুবে যায়। খুলনার ‘রেইনবো ট্যুরস’ সংস্থা সুন্দরবনে পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য জাহাজটি ব্যবহার করত।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনস (টোয়াস)–এর সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড জানান, তিন দিনের ট্যুর শেষে জাহাজটি মেরামতের কাজে ছিল। এ সময় এসি ও বাথরুমের কাজ চলছিল। অসাবধানতাবশত বাথরুমের পাইপলাইন খোলা থাকায় পানি ঢুকে পড়ে, যা নিয়ন্ত্রণে না আনতে পারায় শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায়।

‘রেইনবো ট্যুরস’-এর মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল জানান, গোসলের পানি জাহাজে লোড দেওয়া ছিল, এতে জাহাজটি একদিকে কাত হয়ে পড়ে। পরবর্তীতে নদীতে জোয়ার আসায় পানি জাহাজের ভেতরে প্রবেশ করে সেটি তলিয়ে যায়।

ভৈরব নদের কাস্টম ঘাটে নোঙর অবস্থায় জাহাজটি ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি জানান, জাহাজটি উদ্ধারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।