সীমান্তে আরও ১৯ জনকে বিএসএফের পুশইন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। জানা গেছে, এই ব্যক্তিদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তার করে পরে সীমান্ত দিয়ে পুশইন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুশইন হওয়া সবাই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে। তাঁদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সে ক্ষেত্রে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, পুশইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবির পাহারায় রয়েছে। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাঁদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে, চলতি মাসে কয়েকদফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জন পুশইন হয়েছে।