বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৯ AM

বায়ুদূষণের কারণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজও প্রথম স্থানে রয়েছে ঢাকা। রাজধানীর বাতাসের মান 'খুবই অস্বাস্থ্যকর' বলে বিবেচিত হচ্ছে।

আজ সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের স্কোর ছিল ২৬৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসাবে চিহ্নিত করা হয়।

এ ছাড়া একিউআই স্কোর ২৫৪ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, ২৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৯৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ইন্দোনেশিয়ার বাটাম।

তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ অস্বাস্থ্যকর (সংবেদনশীল গোষ্ঠীর জন্য), ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ 'খুব অস্বাস্থ্যকর' এবং ৩০১ বা তার বেশি স্কোর 'দুর্যোগপূর্ণ' বা 'ঝুঁকিপূর্ণ' বলে ধরা হয়।

বায়ুদূষণ মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে, বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর। ঢাকায় বায়ুদূষণের মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলোর কথা উল্লেখ করেছেন। বায়ুদূষণের ফলে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

এ তথ্য সুইজারল্যান্ডভিত্তিক বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে পাওয়া গেছে। একিউআই স্কোর প্রতিদিনের বাতাসের মান সম্পর্কে তথ্য প্রদান করে এবং জনগণকে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে সচেতন করে।