আজ বায়ুদূষণে শীর্ষে রাজধানী ঢাকা
রাজধানী ঢাকায় বায়ুদূষণ বেড়ে চলেছে। প্রতিবছর শীতকালে দূষণের পরিমাণ বাড়ার কারণে ঢাকা প্রায়ই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় উঠে আসে। এবারের শীতেও একই চিত্র দেখা যাচ্ছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ৪২২ স্কোর, যা ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
এছাড়া, একিউআই স্কোর অনুযায়ী বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার পরবর্তী অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ, যার একিউআই স্কোর ২২৮, তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (২২৩ স্কোর), এবং চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি (২০৪ স্কোর)।
একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ পর্যন্ত স্কোর ভালো মানের, ৫১ থেকে ১০০ পর্যন্ত মাঝারি মানের, ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’, এবং ৩০১ থেকে উপরের স্কোর ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে। বিশেষত, শিশু, অসুস্থ ব্যক্তিরা, প্রবীণ এবং অন্তঃসত্ত্বারা বেশি ঝুঁকিতে থাকেন। ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করেছেন। বায়ুদূষণের কারণে শ্বাসকষ্ট, কাশি, শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্নতা বাড়তে পারে।
বায়ু মানের তথ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিবেদন প্রকাশ করে, যা বিশ্বের শহরের বায়ু মানের একিউআই স্কোর থেকে মানুষের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে অবহিত করে।