রাজধানীতে- শেষ মুহূর্তে কেনাকাটার ধুম!

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৪, ১০:৩১ PM

পবিত্র ঈদুল ফিতরের আগের দিন রাজধানীর বিপনীবিতান ও ফুটপাতের দোকানে উপচেপড়া ভিড় দেখ গেছে। মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নিউমার্কেট, বসুন্ধরা সিটি, মোহাম্মদপুরের টোকিও স্কয়ার ও কৃষি মার্কেট, ধানমন্ডির রাপা প্লাজা, গুলিস্তান, মৌচাক, মালিবাগ ও ফার্মগেট ঘুরে এ চিত্র দেখা গেছে।

শেষ বেলায় মেয়েরা ভিড় জমাচ্ছেন মূলত প্রসাধনীর দোকানে আর ছেলেরা পাঞ্জাবী-পাজামা ও জুতার দোকানে।

গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদ ও জিপিওর মাঝের রাস্তায় পাঞ্জাবী বিক্রেতা রাজিব আহমেদ সমকালকে বলেন, ‘আজকের বিক্রি মাশাল্লাহ ভালো, সকাল থেকে ২০০ পিসের মতো বিক্রি করতে পেরেছি। রাত ২-৩টা পর্যন্ত আরও শ’খানেক যাবে আশা করি।’ এই বিক্রেতা বলেন, ‘একেবারে যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত লোকজন তারাই শেষ সময়ে আসে মার্কেট করতে। আর যাদের হাতে অঢেল টাকা তারা তো আগেই কেনাকাটা শেষ করে বসে আছেন।’

মালিবাগে রাস্তার ধারে একটি দোকানে জিন্স প্যান্ট কিনছিলেন মেরাদিয়া এলাকার মোটরসাইকেল মেরামত শপের কর্মী রাকিবুল ইসলাম। তিনি জানালেন, এবার ঈদে বাড়ি যেতে পারছেন না, পরিবারের সবার জন্য টাকা পাঠিয়েছেন, নিজের পাঞ্জাবী কিনেছেন এখন প্যান্ট একটা নেওয়া হলে বাসায় ফিরবেন।

 

#সূত্র-সমকাল