রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৪, ০৫:২১ PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভা শুরু হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টুর বক্তব্যের মাধ্যমে এ সমাবেশ শুরু হয়।

এখন পর্যন্ত মঞ্চে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, নাসিম যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ আরও অনেকে।

জাতীয় সংগীত পরিবেশনের পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। শরফুদ্দিন আহমেদ সেন্টুর পর একে একে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান, নাট্য অভিনেতা জাহিদ হাসান, চিত্রাভিনেত্রী সুজাতা আজিমসহ আরও অনেকে।

এর আগে, সকাল থেকে উৎসবের আমেজে ঢাক ঢোল পিটিয়ে গান বাজিয়ে সভায়স্থলে আসেন আওয়ামী লীগের নেতা-কর্মীর। জনসভা উপলক্ষে সোমবার সকাল ১১টার পর থেকেই কলাবাগান মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশের এলাকা। তাদের অনেকের হাতেই দেখা যায় সমর্থিত প্রার্থীর প্লাকার্ড, ব্যানার কিংবা ছবি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান, রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।