টিএসসিতে গণত্রাণ কর্মসূচির ৩য় দিনে উঠলো ১ কোটি ২৫ লাখ টাকা

ভারতের ত্রিপুরায় ডম্বুর বাঁধ খুলে দেওয়া ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর ফলে পানিবন্দি হয়ে আছে ১০ লাখ পরিবার। আর এই বন্যা দুর্গতদের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ চলছে। এতে নানা শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে দেখা গেছে। তৃতীয় দিনে শুধু বুথ থেকেই সর্বমোট ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়।
আজ রবিবার সকাল ৮টা থেকে ৪র্থ দিনের মতো এই ‘গণত্রাণ’ কর্মসূচি কার্যক্রম শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।
ফান্ড কালেকশনের সঙ্গে যুক্ত থাকা সহসমন্বয়ক মো. জহির রায়হান বলেন, সর্বশেষ আপডেট: রাত ১১টা পর্যন্ত আজকে টিএসসিতে নগদ অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা।
এর আগে বন্যা দুর্গত এলাকায় ২৭ ট্রাক ত্রাণ পাঠানো হয়।