জানা গেল জাবি’র ভর্তি পরীক্ষার তারিখ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
গতকাল সোমবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, আগামী ১৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তীচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি। এ মাসের ২২, ২৫, ২৭, ২৮ ও ২৯ তারিখে ভিন্ন ভিন্ন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারও শিফট পদ্ধতিতে পরীক্ষা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, 'শিফট পদ্ধতিতে হবে কি না সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আবেদন শেষ হওয়ার পর আমরা আবারও বসব। চূড়ান্ত সিদ্ধান্ত সে সময় নেওয়া হবে।'