পাবিপ্রবিতে শিক্ষা সমাপনী ও ফ্ল্যাশমব
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) "অদম্য-১৮" ব্যাচের শিক্ষা সমাপনী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আয়োজনে এ দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
অনুষ্ঠান শুরু হয় বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে আনন্দ শোভাযাত্রারর মধ্য দিয়ে। এরপর ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে কেক কেটে উদ্বোধন করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে কালার ফেস্ট ও ফ্ল্যাশমবের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীরা আবির খেলায় মেতে উঠেন।
এছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে বিকালে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। রাতে বিশেষ চমক হিসেবে থাকবে "লালন ব্যান্ড" এর পরিবেশনা।
উপাচার্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামাল হোসেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।