মঞ্চে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তির খবরটি মিথ্যা: মোনালি ঠাকুর
গত মঙ্গলবার এক কনসার্টে পারফর্ম করার সময় অসুস্থবোধ করেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এ কারণে মাঝপথে কনসার্ট বন্ধ করতে বাধ্য হন তিনি। কিছু খবর বের হয় যে, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, গায়িকা নিজে এই খবরটি মিথ্যা বলে দাবি করেছেন।
ভারতের কোচবিহারের দিনহাটায় ওই দিন মোনালি ঠাকুরের গান পরিবেশন ছিল। প্রায় এক ঘণ্টা মঞ্চে পারফর্ম করার পর তিনি জানান, শরীর ভালো নেই এবং গলা ভাঙা। এর পরেও দর্শকদের উৎসাহ ও ভালোবাসায় তিনি মঞ্চে গান গাইতে থাকেন। কিন্তু এক সময় তার শরীর আর সঙ্গ দেয়নি এবং কিছু সময় পরে মঞ্চে পারফর্ম করা বন্ধ করে দেন। এর পর মাইকে ঘোষণা করা হয়, অসুস্থতার কারণে মোনালি গান চালিয়ে যেতে পারছেন না। এরপরই শোনা যায় যে, শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মোনালি ঠাকুর নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করে জানান, ‘আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার জন্য অনুরোধ করছি। আমি পরিষ্কার করতে চাই যে, আমি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যায় ভুগছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি। এটি পুরোপুরি মিথ্যা তথ্য।’
অসুস্থতার বিষয়টিও স্পষ্ট করেন মোনালি। তিনি বলেন, ‘ভাইরাল সংক্রমণ থেকে সেরে ওঠার সময় প্রয়োজনীয় বিশ্রাম নিতে না পারায় আমি সম্প্রতি কিছুটা অসুস্থবোধ করছিলাম, তবে এখন আবার সাইনাস এবং মাইগ্রেনের কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এটি তেমন গুরুতর কিছু নয়।’