সাইফের ওপর হামলা নিয়ে যা বললেন শাহরুখ খান

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৫ PM

গতকাল বুধবার রাতে নিজ বাড়িতে ডাকাতির মুখে পড়ে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। হামলাকারী ৬ বার ছুরিকাঘাত করেছে জনপ্রিয় এই অভিনেতাকে। 

বর্তমানে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাইফ। অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করা হয়েছে। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। পাশাপাশি অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ সম্পন্ন হয়েছে।

সাইফের সঙ্গে শাহরুখের দীর্ঘ দিনের বন্ধুত্ব। ‘কাল হো না হো’র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জন। তারপর থেকেই তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। 

সাইফ ও কারিনা কাপূর খানের সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন বলিউডের বাদশাহ। তাই বন্ধুর বিপদের খবর শুনেই তিনি সোজা ছুটে গেলেন হাসপাতালে। 

লীলাবতী হাসপাতালের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের গাড়ির ছবি। যদিও ক্যামেরার সামনে আসেননি শাহরুখ।

সাইফের ওপর হামলার খবর প্রকাশ্যে আসার পরে উদ্বেগে গোটা বি টাউন। অনুরাগীরাও এই খবরে আঁতকে উঠেছেন। 

সাইফের মতো তারকার বাড়িতে কীভাবে দুষ্কৃতীরা ঢুকে পড়ে হামলা চালাতে পারে, সেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 

এ ঘটনায় সাইফ আহত হলেও তার পরিবারের বাকিরা ঠিক আছেন বলে জানানো হয়েছে কারিনার টিমের তরফ থেকে।