রবীন্দ্র অবমাননার দায়ে সালমান খানকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ০৮:২৪ AM

একের পর এক মৃত্যুর হুমকির পর এবার নতুন জটিলতায় পড়লেন বলিউড ভাইজান সালমান খান। কদিন আগে তার ঘনিষ্ঠ বন্ধু এনসিপি নেতা ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হন। গুঞ্জন রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে খুন হয়েছেন তিনি। এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন ফের খুনের হুমকি পেয়েছিলেন অভিনেতা।

এদিকে খুনের হুমকির পর নতুন জটিলতায় পড়েছেন সালমান। এবার সামনে এল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননার অভিযোগ।

ইন্ডিয়া টুডে বলছে, ‘দ্য কপিল শর্মা শো’-এ গিয়েই এ ঝামেলার শুরু হয়। এর সঙ্গে সালমানের প্রযোজনা সংস্থা জড়িত, এমনই দাবি কলকাতার বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশনের। সেই ঘটনাটা কেন্দ্র করেই তারা আইনি নোটিশও পাঠান অভিনেতাকে। বুধবার (১৩ নভেম্বর) ‘ভাইজান’-এর তরফ থেকে এক বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়েছে, তিনি বা তার প্রযোজনা সংস্থা আর শো’টির সঙ্গে যুক্ত নন।

ভারতীয় পত্রিকাগুলো বলছে, বলিউডে আন্তর্জাতিক মানের বাঙালি কবি অপমানিত। কপিল শর্মার সাম্প্রতিক শো দেখে প্রথম প্রতিবাদ জানিয়েছিলেন কলকাতার কবি শ্রীজাত। তার অভিযোগ, কপিলের একটি শো’তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি বঙ্গসন্তান আর তাকে সামনে পেয়ে শো-এর অন্যতম কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন। তাকে সমর্থন জানিয়েছিলেন পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগপ্তসহ বাংলার বহু খ্যাতনামারা।

কিছুদিন পর এই খবরটি নিয়ে নতুন করে নড়ে বসেছে বলিউড এবং কলকাতার বাংলা সংস্কৃতি দুনিয়া। জানা গেছে, নোটিশ পাঠানো হয়েছে সালমানকে। কারণ কপিল শর্মা শো-এর প্রযোজক তারই প্রযোজনা সংস্থা। সেই দাবি নাকচ করে অভিনেতার তরফে জানানো হয়, সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সালমান এই শোটি আর প্রযোজনা করেন না। ফলে, কোনো আইনি নোটিশ তাকে প্রভাবিত করতে পারবে না।