বাবার ভঙ্গি মনে করিয়ে দিলেন আরিয়ান

ওয়েব সিরিজ দিয়েই অভিষেক হলো বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের, আর প্রথম উপস্থিতিতেই তিনি মনে করিয়ে দিলেন বাবার চেনা ভঙ্গি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে আরিয়ানের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’–এর ফার্স্ট লুক ও টিজার। মুহূর্তেই তা দর্শকদের নজর কাড়ে, আর অনেকেই তাকে ডাকছেন ‘ছোট বাদশা’ বলে। শুধু অভিনয় নয়, সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজেই।
ওয়েব সিরিজটির টিজারের শুরুতেই বাজতে দেখা যাচ্ছে ‘মহব্বতে’ ছবির সেই ভায়োলিনের টিউন ও দৃশ্য; সঙ্গে সেই সংলাপ ‘এক লাড়কি থি দিওয়ানি সি’। যা মনে করিয়ে দেয় বহু বছর আগের সেই ছবির কথা।
টিজারের শুরুতেই প্রথমে রোম্যান্টিক দৃশ্য দেখালেও আরিয়ান এন্ট্রি নেওয়ার পরই ছবিটা বেশ অন্যরকম হয়ে যায়। কিছুটা রোম্যান্স আর কিছুটা অ্যাকশন।
এখানেই শেষ নয়, আরিয়ানকে বলতে শোনা যায় ‘বলিউড জিসসে আপনে সালো সে প্যায়ার ভি কিয়া অউর ওয়ার ভি কিয়া, ম্যায় ভি ওহি করুঙ্গা।’ তার মুখে এই সংলাপ শুনে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে, আরিয়ান তার প্রথম সিরিজ তার বাবা বলিউডের বাদশা শাহরুখ খানকেই ডেডিকেট করছেন।
টিজার দেখার সঙ্গে সঙ্গে দর্শকমনে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে। তবে তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।