এবার মিরপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীর মিরপুর এলাকায় যাত্রীবাহী ট্রান্স সিলভা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে এই বাসে আগুন দেওয়ার বিষয়টির নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম।
তালহা বিন জসিম বলেন, মিরপুর রয়েল সিটি গেট, নয়তলা ভবনের পাশে, দিয়াবাড়ি এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভাতে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ৷
স্থানীয় পুলিশও সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল, অবরোধে গত ১৩ দিনে ৯২টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবহন মালিকরা।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন থেকে শুরু করে আজ বৃহস্পতিবার পর্যন্ত ১৩ দিনে ২০০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ নয়াপল্টনে মহাসমাবেশস্থলে অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ ঘটনার পর বিএনপি পরদিন হরতালের ডাক দেয় ও তিন দফায় ৭ দিন অবরোধ কর্মসূচি পালন করে।
২৮ অক্টোবর সমাবেশের দিন এবং হরতাল ও অবরোধে সারাদেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
অবরোধ উপেক্ষা করে যানবাহন চালানোর জন্য পরিবহন শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে সমিতি।