রাজধানীতে ২৪ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে ডাচ্-বাংলার বুথ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২৫, ০৯:৩৩ AM

রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২০ জুলাই (রোববার) রাত ৯টা থেকে ২১ জুলাই (সোমবার) রাত ১০টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে এসব সেবা চালু থাকবে না।

যেসব এলাকায় এ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে এগুলো হলো– রামপুরা, মগবাজার, মালিবাগ, খিলগাঁও, বাসাবো, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ী, মতিঝিল, পল্টন, গুলিস্তান, পুরান ঢাকা ও দোহার উপজেলা এবং আশপাশের এলাকা। সংশ্লিষ্ট এলাকার বুথ ও ফাস্ট ট্র্যাক সেবাকেন্দ্রগুলোতে এ বিষয়ে আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে।

ডাচ্-বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচ এম সগীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, এসময়ের মধ্যে শুধু ব্যাংক লেনদেন চলাকালীন সংশ্লিষ্ট শাখার সিআরএম ব্যবহার করে টাকা জমা ও উত্তোলন করা যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।